উত্তরদিনাজপুর

২৭শে এপ্রিল থেকে কার্যকর হবে নির্মল গ্রাম গড়ার নতুন নির্দেশ

নির্মল গ্রাম গড়তে স্বচ্ছ ভারত মিশন তথা মিশন নির্মল বাংলা প্রকল্পে সরকারী অর্থে বাড়ি বাড়ি গড়া হয়েছে শৌচালয়। সেই শৌচালয় যাতে ব্যবহার করে পরিবারের সকলে তা নিয়ে গ্রামের মানুষদের সচেতনতা বাড়াতে এস এস কে  এবং এম এস কে বিদ্যালয় শিক্ষীকাদের সেই কাজে নামাতে নির্দেশ দিল দিল্লী। সম্প্রতি কেন্দ্রের তরফে এই নির্দেশ আসতেই তা পালনে উদ্যোগ শুরু হল উত্তর দিনাজপুরে। আগামী ২৭ এপ্রিল জেলা ব্যাপী এক যোগে বিশেষ সচেতনতা প্রচার কর্মসূচীর মাধ্যমে শৌচালয় ব্যবহারে সমস্ত মানুষদের আগ্রহ বাড়ানোর কাজ শুরু হবে। সেই মতে জেলা শাসক আয়েষা রানীর নির্দেশে ২৭ এপ্রিল প্রচার কর্মসূচী সূচনার আগে এই বিষয়ে সোমবার দুপুরে কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির ব্যবস্থা পনায় কালিয়াগঞ্জের ৮৫টি শিশু শিক্ষা কেন্দ্র ও ৮ মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের প্রধানদের নিয়ে এই কর্মশালা হয়। এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিডিও মহম্মদ জাকারিয়া, পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য, সহ সভাপতি রুস্তম আলী, নির্মল বাংলা প্রকল্পের ব্লক কো -অডিনেটারের দায়িত্বে থাকা শুভ্রজিত চক্রবর্তী এবং এস এস কে সুপার ভাইজার।  ২৭ এপ্রিল যে কর্মসূচী গ্রহন করা হয়েছে সে বিষয়ে আলোচনা হয় এদিন। যাতে আগামী দিনে এস এস কে  এবং এম এস কে বিদ্যালয়ের প্রধানদের তরফে নিজ নিজ এলাকার বাসিন্দাদের শৌচালয় ব্যবহার নিয়মিত পরামর্শ দেবার গুরু দায়িত্ব পালন করা হয় সেই কথা ব্লক প্রশাসনের তরফে বিডিও মহম্মদ জাকারিয়া জানান ।